Tag Archives: respect to Alem

প্রতারণা, আহসান হাবিব পেয়ার ও আমাদের করণীয় (Fraud, Ahsan Habib Pair and What to do)

Fraud, Ahsan Habib Pair and What to do

Ahsan Habib Pair (Ahp TV)
আহসান হাবিব পেয়ার, একজন জনপ্রিয় ইউটিউবার। তিনি দেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়িয়েছেন, পাশে দাড়িয়েছেন দরিদ্র অসহায় মানুষের। তার মতো করে হতদরিদ্র ও অসহায়ের পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা আজকাল খুব একটা দেখা যায় না। তিনি প্রথমে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অসহায় মানুষকে কিছু টাকা-পয়সা দান করতেন, এটি হলো তার প্রাথমিক ইনভেস্ট। পরবর্তীতে ইউটিউবে এই ভিডিও প্রকাশের সময় ভিডিওর মধ্যে তার নিজের মোবাইল নম্বর, মোবাইল ব্যাংকিং নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি দিয়ে দিতেন। এরপর তার ঐ অ্যাকাউন্টগুলোতে যতো টাকা-পয়সা যেতো তার কোনোটিই অসহায় মানুষগুলোর কাছে পৌছতো না। এই ব্যবসায় তিনি বেশ খানিকটা সফলতাও অর্জন করেছিলেন। কিন্তু  কদিন আগেই অর্থ আত্মসাৎ, সাইবার ক্রাইম, নারী কেলেংকারীসহ আরো কয়েকটি মামলায় তাঁকে গ্রেফতার করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও সম্প্রতি যমুনা টিভির ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে তার নানা অপকর্মের চিত্র। মূলত আমাদের দেশের অধিকাংস মানুষ অত্যন্ত নরম চিত্তের অধিকারী, দয়াশীল ও সহমর্মী। আমরা সহজেই অন্যকে বিশ্বাস করে ফেলি, অন্যদেরকে অবিশ্বাস করলেও অন্তত আলেম-ওলামাদেরকে আমরা সাধারণতঃ অবিশ্বাস করি না। অত্যন্ত সুকৌশলে সেই সুযোগটিকেই কাজে লাগিয়েছিলেন আহসান হাবিব পেয়ার। এছাড়াও তিনি বিভিন্ন হৃদয়স্পর্শী ইসলামী গান ও মায়ের গান গেয়ে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। তার নানা অপকর্মের চিত্র আজ যখন জাতির সামনে প্রকাশিত তখন আজ আমরা অনেকেই আলেমদেরকে ঘৃণা করতে শুরু করেছি। অনেকেই বলছেন- হুজুর মানেই ভন্ড, দাড়িওয়ালা মানেই জঙ্গী, প্রতারক, ঠকবাজ। অথচ হাদীস শরীফে এসেছে আলিমগণ নবীদের উত্তরাধিকারী। এই অসৎ মানুষগুলোর কারণে আজ অনেকেই অসহায় মানুষকে আর্থিক সহযোগীতা করতেও ভরসা পান না। কিন্তু দুই-পাচজন আলেম নামের জালেমের প্রতারণার দায়ভার আমরা ঢালাওভাবে সমগ্র আলেম সমাজের উপর চাপিয়ে দিতে পারি না। আমরা মানুষকে সাহায্য করাও বন্ধ করে দিতে পারি না। এই চ্যানেল থেকে প্রকাশিত পরবর্তী ভিডিও পেতে Subscribe করে সাথেই থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন।